Tuesday, 1 September 2015

আমাদের




আমাদের যেসব নদীর তীরে যাওয়া হল না 

সেসব নদী অন্ধকারে উজ্বলতা ছড়ায়

যেসব পাহাড়ে তাবু ফেলার কথা ছিল

কুয়াশা তাদের ঘিরে আছে এখনো

যেসব শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে যাওয়া যেত

সেপথ আজও খুঁজে পায়নি কেউ

অন্য একটা কবিতা লেখা যেত হয়ত

কেউ জানে না, কেউ জানে না , কেমন হত সেটা |




No comments:

Post a Comment