আমাদের যেসব নদীর তীরে যাওয়া হল না
সেসব নদী অন্ধকারে উজ্বলতা ছড়ায়
যেসব পাহাড়ে তাবু ফেলার কথা ছিল
কুয়াশা তাদের ঘিরে আছে এখনো
যেসব শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে যাওয়া যেত
সেপথ আজও খুঁজে পায়নি কেউ
অন্য একটা কবিতা লেখা যেত হয়ত
কেউ জানে না, কেউ জানে না , কেমন হত সেটা |
No comments:
Post a Comment